আবেদন ফরম পূরণের পূর্বে আপনার সদ্য তোলা এক কপি ছবি স্ক্যান করে বা স্পষ্টভাবে ছবি তুলে নিন, তাতে আপনার আবেদন ফরম পূরণে বিঘ্ন ঘটবে না।
দৃষ্টি আকর্ষণ:
COVID-19 (করোনাভাইরাস) জনিত বিরূপ পরিস্থিতির কারণে, দেশের কম্পিউটারের দোকানসমূহ বন্ধ থাকা এবং কলেজ/বিশ্ববিদ্যালয়ের হোস্টেল/হলে ছাত্র/ছাত্রীদের কাগজপত্র আটকে থাকার কারণে, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত NID এবং অন্যান্য সনদপত্রের স্ক্যান কপি আবেদনপত্রে যুক্ত করার শর্ত শিথিল করা হলো। তবে আবেদন পত্রে প্রদত্ত কোন তথ্যের সাথে, মৌখিক পরীক্ষায় প্রদর্শিত কাগজপত্রের কোন অমিল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রার্থীতা বাতিল করা হবে।