প্রস্তুতি কুইজ-২
যারা কোন কারণে আজ পরীক্ষা দিতে পারেন নি তারা প্রস্তুতি কুইজ-২ এ আগামীকাল রাত ১০:০০টায় অংশ নিতে পারবেন।
আজ এবং কালকের পরীক্ষার মেধাক্রম আলাদাভাবে প্রকাশ হবে।
আগামীকাল ফেসবুক পেজে রাত ৯টায় যে লিংক প্রকাশ করা হবে তার মাধ্যমে কালকের পরীক্ষায় অংশ নিতে হবে।
আজ রাত বরাবর ১০:০০টায় পরীক্ষা শুরু হবে। সবাইকে সঠিক নাম,মোবাইল নম্বর ও gmail একাউন্ট ব্যবহার করে পরীক্ষায় লগ ইন করতে হবে। চূড়ান্ত পরীক্ষার মতো এই পরীক্ষা ১০টা থেকে ১২টা পর্যন্ত হবে না।
এই পরীক্ষার জন্য সময় থাকবে ৭ মিনিট। অতিরিক্ত ৩ মিনিটসহ মোট ১০মিনিট পরীক্ষার লিংক ওপেন থাকবে। অর্থাৎ পরীক্ষা শুরু হবে ১০:০০টায় এবং শেষ হবে ১০টা ১০মিনিটে।
৭ মিনিটের আগে কেউ সাবমিট করলে প্রতি মিনিটের জন্য ১ নম্বর বোনাস নম্বর পাবেন। ৭ মিনিটের পরে জমাদানের ক্ষেত্রে প্রতি মিনিটে ২ নম্বর কর্তন করা হবে।
পরীক্ষার লিংক রাত ৯টায় আমাদের ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
বি:দ্র: সবাইকে বরাবর রাত ১০:০০টায় লগ ইন করে পরীক্ষা শুরু করতে হবে।