‘বঙ্গবন্ধু জিজ্ঞাসা’ অনলাইন কুইজ প্রতিযোগিতা
(শতবর্ষে শত পুরস্কার)
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে- সমাজ গবেষণা ও সংস্কার কেন্দ্র, রাজশাহী ( SRRC) কর্তৃক আয়োজিত, ‘বঙ্গবন্ধু জিজ্ঞাসা’ কুইজ প্রতিযোগিতার নীতিমালাঃ
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৪/১২/২০২০। (কিন্তু আবেদনকারীর সংখ্যা ৫০০০জন পূর্ণ হওয়া মাত্রই স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাই আগ্রহীদের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দেয়া যাচ্ছে) বয়স: সর্বোচ্চ ৩৮ বছর।
লক্ষ্যঃ বঙ্গবন্ধুর প্রকৃত দর্শন তরুণ প্রজন্মের মনোজগতে, কার্যকরভাবে সঞ্চালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রজন্ম সৃষ্টি করা।
পুরস্কার বিতরণঃ
(১৭/১২/২০২০)
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখবেনঃ
প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন,
মাননীয় উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
এবং উপদেষ্টা, বংলাদেশ আওয়ামী লীগ।
প্রধান অতিথি ও পৃষ্ঠপোষকঃ
নাদিরা ইয়াসমিন জলি,
মাননীয় জাতীয় সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনঃ ৪২, আসন নং-৩৪২ ও সদস্য, বাংলাদেশ রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সভাপতি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, পাবনা জেলা শাখা। সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ,
কেন্দ্রীয় কমিটি এবং চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, পাবনা জেলা শাখা।
সভাপতিত্ব করবেন –
প্রধান নির্বাহী কর্মকর্তা,
সমাজ গবেষণা ও সংস্কার কেন্দ্র, রাজশাহী।
পুরস্কারঃ ৭০% এর উপরে নম্বর প্রাপ্ত ১০ জন পাবেনঃ ১ম পুরস্কার : ১ লক্ষ টাকা। ২য় পুরস্কার : ৫০হাজার টাকা। ৩য় পুরস্কার : ৩০ হাজার টাকা। ৪র্থ পুরস্কার : ২০ হাজার টাকা করে ৭ জন পাবেন ১ লক্ষ ৪০ হাজার টাকা। ৬০% এর উপরে নম্বর প্রাপ্ত পরবর্তী ১০ জন পাবেন : প্রত্যেকে ১০ হাজার করে ১ লক্ষ টাকার পুরস্কার। ৫০% এর উপরে নম্বর প্রাপ্ত পরবর্তী ৮০ জন পাবেন : প্রত্যেকে ১ হাজার টাকা।
বিজয়ী ১০০ জনকেই ক্রেস্ট, সার্টিফিকেট ও বই প্রদান করা হবে।
STS-এ ভর্তি ও কুইজ রেজিস্ট্রেশন পদ্ধতি: কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের জন্য ‘Short Time School ‘ এর অনলাইন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হবে। STS-এ ভর্তি ফি বাবদ ৫০/টাকা, সোনালী ব্যাংক লিমিটেডের যে কোন শাখা থেকে বা অন্য কোন ব্যাংক থেকে ‘Short Time School’ এর সোনালী ব্যাংক লিমিটেডের হিসাব নম্বর ৪১০৪৬০১০২৩৪৮৪ বরাবর জমা দিয়ে জমা রশিদের ফটোকপি রেজিস্ট্রেশন ফরমে আপলোড করে সাবমিট করবেন। অথবা ০১৩০১৯৭৯৯১৮ বা ০১৭৭৩৮৯৪৪৪৩ নম্বরে ডাক বিভাগের ‘নগদ’ অথবা ‘বিকাশে’র Send Money এর মাধ্যমে প্রদান করে ট্রানজেকশন আইডি ও ফি প্রদানকারী নম্বর রেজিস্ট্রেশন ফরমের নির্ধারিত স্থানে লিখে সাবমিট করলেই STS-এ ভর্তি ও কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।
দৃষ্টি আকর্ষণঃ ‘বঙ্গবন্ধু জিজ্ঞাসা’ কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রার্ড শিক্ষার্থীগণ SRRC কর্তৃক পরিচালিত ‘Short Time School‘ এর অনলাইন শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন। তাই ভবিষ্যতে প্রতিষ্ঠানের শিক্ষামূলক কর্মকান্ডে তাদের অংশগ্রহণ সহজতর হবে।(সমাজ কর্তৃক আরোপিত নেতিবাচক দৃষ্টিভঙ্গীর কারণেই অধিকাংশ মানবসন্তান জীবনযুদ্ধে পরাজিত হয়। দৃঢ় মনোবল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গী অর্জনকারী প্রত্যেক মানবসন্তান হতে পারে- যুগস্রষ্টা বিজ্ঞানী-দার্শনিক বা মহামানব। অসীম সম্ভাবনাময় মানবসন্তানকে, ব্যর্থতার সামাজিক শৃঙ্খল থেকে মুক্ত করে সফলমানবে রূপান্তরের লক্ষ্যে-STS কর্তৃক পরিচালিত Motivation ও Counselling কোর্সে, STS-এর প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।)
কুইজ প্রতিযোগিতার সিলেবাসঃ ‘বঙ্গবন্ধুর প্রতিবিম্ব’ বইয়ের নির্বাচিত অংশ। বই এর লিংকঃ research-reform.org/book
চূড়ান্ত পরীক্ষা:
চূড়ান্ত পরীক্ষায় ৫০ টি MCQ প্রশ্নের উত্তর প্রদানের জন্য ১৩ মিনিট সময় দেয়া হবে।
নেগিটিভ নাম্বার: ৪টি ভুল উত্তরের জন্য ১ নাম্বার বিয়োগ করা হবে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য -০.২৫ নাম্বার পাবেন।
পরীক্ষা: ১৪/১২/২০২০ তারিখ রাত ৯টা থেকে ১২টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার লিংক: http://research-reform.org/quiz-exam
বিজয়ী নির্বাচন: সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০০ জনকে পুরস্কৃত করা হবে। একই নম্বর একাধিকজন পেলে, কম সময়ে সাবমিটকারীর ক্রম আগে থাকবে।
চূড়ান্ত ফলাফল: ১৫ই ডিসেম্বর, ২০২০ তারিখ সকাল ১১টায় প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের ২ ঘণ্টার মধ্যে, বিজয়ীগণ তাদের পরিচিতি নিশ্চিত করবেন।